Views Bangladesh Logo

ঢাকা বিমানবন্দরে সাড়ে ৩ ঘণ্টা ফ্লাইট স্থগিত থাকবে ৭ দিন

 VB  Desk

ভিবি ডেস্ক

লোর ব্যবস্থা রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৮ নভেম্বর থেকে ৭ দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রতি রাতে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাত ১টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে, যা ১৪ নভেম্বর পর্যন্ত জারি থাকবে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বন্ধ থাকার ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হতে পারে। এ নিয়ে এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট পক্ষের সাথে সমন্বয় করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের নতুন সূচি জানাতে বলা হয়েছে এবং যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময় পুনরায় নিশ্চিত করতে পরামর্শ দেয়া হয়েছে।

বিস্তারিত জানতে বা সহায়তার জন্য যাত্রীরা ১৩৬০০ নম্বরে বিমানবন্দরের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ