শ্রীলঙ্কায় বন্যায় চার শিশুর মৃত্যু, নিখোঁজ চারজন
শ্রীলঙ্কায় আকস্মিক বন্যায় পানিতে ডুবে মারা যাওয়া চার শিশুর লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দলগুলো। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানিয়ে তারা বলেছে, আরও চারজন নিখোঁজ রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় পাকিস্তানি বার্তা সংস্থা ডন।
দেশটির দুর্যোগ কেন্দ্র বলেছে, অনুসন্ধান দলগুলো এখনো নিখোঁজ দুই শিশু এবং দুই পুরুষের সন্ধান করছে, যারা ট্র্যাক্টর এবং ট্রেলারে যাওয়ার সময় আকস্মিক বন্যায় ভেসে গিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, গত দুই দিন ধরে শ্রীলঙ্কায় ভারি বৃষ্টির কারণে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়।
ডনের খবরে বলা হয়েছে, সৃষ্ট বন্যায় ২ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষের বাড়িঘর প্লাবিত হওয়ায় বাধ্য হয়ে তাদের বাড়িঘর ছাড়তে হয়।
শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, নিজেদের বাড়িঘর বন্যার পানিতে ডুবে যাওয়ায় দেশটির প্রায় ২ লাখ ৭৬ হাজার লোক সরকারি ভবনগুলিতে অস্থায়ী আশ্রয় চেয়েছে।
এ ধরনের দুর্যোগে ত্রাণ তৎপরতায় সেনাবাহিনীকে সাহায্য করতে বলেছে দেশটির সরকার।
ভারতীয় আবহাওয়া কর্মকর্তারা বলছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে