Views Bangladesh

Views Bangladesh Logo

খাদ্য-পানির সংকটে দুর্বিষহ দিন কাটাচ্ছেন দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের লাখো মানুষ

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪

ভারি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা হয়েছে। এমতাবস্থায় খাদ্য, বিশুদ্ধ পানি ও আশ্রয়স্থলের তীব্র সংকটের কারণে এ অঞ্চলের ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষ দুর্বিষহ অবস্থায় দিন পার করছেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, বিশেষ করে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে, যেখানে লোকেরা উদ্ধারকর্মী বা স্বেচ্ছাসেবকদের দেখলেই খাবারের পরিবর্তে পানির জন্য মরিয়া হয়ে ওঠে।

সূত্র আরও জানায়, এ পরিস্থিতিতে ত্রাণসামগ্রী পাওয়ার আশায় যে কোনো নৌকা বা যানবাহন দেখলে বন্যাকবলিত এলাকার মানুষেরা সেদিকে ছুটে যায়।

গত কয়েকদিন ধরে ফেনী ও কুমিল্লা জেলায় বন্যার পানি কমছে। তবে নোয়াখালীসহ নিমাঞ্চল এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

এ ব্যাপারে সোমবার (২৭ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান জানান, বন্যায় অন্তত ২৩ জন মারা গেছে এবং ৫৭ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ