নোয়াখালীতে কমতে শুরু করেছে বন্যার পানি
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত না হওয়ায় বন্যার পানি কমতে শুরু করেছে।
শনিবার (২৪ আগস্ট) সকালে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলা শহর ও আশপাশের উপজেলায় ৩ থেকে ৪ ইঞ্চি পানি কমেছে। এছাড়াও নদীর সঙ্গে সংযুক্ত রেগুলেটর দিয়ে তীব্র গতিতে নামছে পানি।
জানা গেছে, দ্বিতীয় দিনের মতো আজ শনিবার (২৪ আগস্ট) নোয়াখালীতে সূর্যের দেখা মিলেছে। এতে বানভাসি মানুষের মাঝে ফিরেছে স্বস্তি। এর আগে ভারী বর্ষণ ও ফেনী নদীর পানিতে নোয়াখালীর ৮ উপজেলার ৮৭ ইউনিয়ন প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়েন অন্তত ২০ লাখ মানুষ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে