Views Bangladesh Logo

পানিবাহিত রোগের প্রাদুর্ভাবে স্বাস্থ্য ঝুঁকিতে বন্যাকবলিত এলাকার মানুষেরা

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্যার পানি যখন নামতে শুরু করেছে, তখনই পানিবাহিত রোগের প্রাদুর্ভাব, চর্মরোগের আধিক্য, ওষুধের স্বল্পতা বেড়েছে। একইসঙ্গে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য জনবলের অভাবে বন্যাকবলতি এলাকার মানুষ ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘বন্যা-পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি, মাঠের বাস্তবতা ও অগ্রাধিকার’ বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং জনস্বাস্থ্যবিদরা।

চট্টগ্রামের ফাটিকছড়ির বেসরকারি ত্রাণ কার্যক্রমের প্রতিনিধি ডা. মহসিন জিল্লুর করিম বলেন, বন্যাকবলিত এলাকার নারীরা উচ্চ রক্তচাপে ভুগছেন। টানা ১০-১২ ঘণ্টা পানিতে ভেজা অবস্থায় থাকায় তাদের এই সমস্যায় পড়তে হয়েছে। তরুণদের মাঝেও বিভিন্ন জটিল রোগের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। জনবল ঘাটতি থাকায় এই ধরনের রোগীদের সেবা প্রদানে কষ্ট হচ্ছে।

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রয়োজনীয় ওষুধের স্বল্পতা যেমন আছে তেমনি স্থানীয় প্রশাসন ভঙ্গুর অবস্থায় থাকায় স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা প্রদানও কঠিন হয়ে পড়েছে। যার কারণে দূরবর্তী এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে উঠেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী এবং কুমিল্লার সিভিল সার্জন। এ ছাড়াও ছাত্র প্রতিনিধিদের স্বেচ্ছাসেবক, বেসরকারি প্রতিষ্ঠান/এনজিও তাদের কাজের বিস্তারিত তুলে ধরে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাকের চেয়ারম্যা ড. হোসেন জিল্লুর রহমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ