Views Bangladesh

Views Bangladesh Logo

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৪ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ৭ জুলাই ২০২৪

ভারী বর্ষণে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে দেশজুড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে বার্তা সংস্থা ডনের খবরে জানানো হয়।

রবিবার নেপালের পুলিশ জানায়, এসব ঘটনায় নিখোঁজ নয়জনের সন্ধান করছে দুর্যোগ মোকাবেলা দলগুলো।

নেপাল পুলিশের মুখপাত্র ড্যান বাহাদুর কারকি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘নিখোঁজদের খুঁজে বের করতে অন্যান্য সংস্থা ও স্থানীয়দের সঙ্গে কাজ করছে পুলিশ।’

তিনি আরও জানান, যারা নিহত ও নিখোঁজ হয়েছেন তারা বিভিন্ন এলাকার।

দক্ষিণ এশিয়াজুড়ে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমী বৃষ্টি হয়। এর ফলে প্রতি বছর এ সময়ে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আগের চেয়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সংখ্যা বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং সড়ক নির্মাণ বৃদ্ধির কারণে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ  আরও বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশী ভারত ও বাংলাদেশের নিম্নাঞ্চলের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে আরও বলা হয়, বৃহস্পতিবার থেকে নেপালের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ জন্য একাধিক নদীতে পানি বেড়ে আকস্মিক বন্যা হওয়ার বিষয়ে দেশটির দুর্যোগ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

এর আগে গত মাসে নেপালে ঝড় দেখা দেয়। ঝড় থেকে সৃষ্ট ভূমিধস, বজ্রপাত ও বন্যায় অন্তত ১৪ জন মারা যান।

এদিকে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রবিবার জানায়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বড় ধরনের বন্যা দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় সেখানে ছয়জনের মৃত্যু হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ