Views Bangladesh Logo

রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসি অব্যাহত সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ থেকে মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মুসলিম দেশগুলোর জোট ওআইসির সদস্যদের অব্যাহত সমর্থনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ওআইসি সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে মতবিনিময় করার সময় তিনি এ আহ্বান জানান, শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

এসময় তিনি রোহিঙ্গাদের দুর্দশা নিরসনে আন্তর্জাতিক প্রচেষ্টায় নেতৃস্থানীয় ভূমিকার জন্য ওআইসির প্রশংসা করেন এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে দূতদের অবহিত করেন।

জাতিসংঘ সদর দফতরে ওআইসি সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি মিয়ানমারে ফিরে যাওয়ার পর রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্বের অধিকারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সৌদি আরব, গাম্বিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক, ইরান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মিশর এবং ইন্দোনেশিয়া সহ ওআইসি সদস্য দেশগুলির রাষ্ট্রদূতরা তার এই ব্যক্তব্যের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তারা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার প্রশংসা করেন এবং তাদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান।

৩০ মে থেকে নিউইয়র্কে দুই দিনের সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আরও বৈঠক করার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ