Views Bangladesh

Views Bangladesh Logo

২০২৭ সালে বাজারে আসছে প্রথম ফোল্ডেবল আইফোন

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

কোরিয়ান আউটলেট আলফা বিজনেস জানিয়েছে, ২০২৭ সালের শুরুর দিকে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচন করা হবে। তারা এর আগে জানিয়েছিল, এই ডিভাইসটি ২০২৬ সালের শেষের দিকে চালু হবে।

সূত্র মতে,  ফোল্ডেবল ডিসপ্লের সরবরাহ ও চাহিদাসহ সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি নিয়ে প্রত্যাশার চেয়ে একটু দেরিতে হলেও ফোল্ডেবল আইফোন বিক্রি শুরু করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

এই নতুন লঞ্চ উইন্ডোটি অ্যাপলের স্বাভাবিক পদ্ধতি থেকে একটি বড় প্রস্থানের প্রতিনিধিত্ব করে। আইফোন এসই বাদে অন্য সব আইফোন প্রতি বছরের দ্বিতীয়ার্ধে চালু হয়।

যদি সঠিকভাবে পরিচালিত না হয় তবে এটি পিক্সেল ফোল্ড-স্টাইলের পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে, যেখানে নতুন প্রযুক্তির সাথে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপগুলি চালু হওয়ার আগে ব্যয়বহুল ফোল্ডেবলটি কেবল কয়েক মাসের জন্য বাজারে থাকে।

আগামী কয়েক বছরের মধ্যে অ্যাপলের আরও ফোল্ডেবল ডিভাইস আসার কথা বাজারে চালু আছে। এরমধ্যে ভাঁজ করে রাখা যায় এমন আইপ্যাড ও ম্যাকবুকও নির্মীয়মাণ রয়েছে, তবে এই ডিভাইসগুলোর কোনওটিই ২০২৭ সালের আগে বাজারে আসার কোনও সম্ভাবনা নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ