Views Bangladesh Logo

শেষ মুহূর্তে কুয়েত গেল বাংলাদেশ ফুটবল দল

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নির্ধারিত সময়েই সৌদি আরব থেকে কুয়েত গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শেষ মুহূর্তে ভিসা হওয়ায় আজ বিকেলে কুয়েতের উদ্দেশ্যে রওনা দেন জামাল ভূঁইয়ারা।

রোববার (১৭ মার্চ) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় (সৌদি সময় দুপুর সাড়ে ১২টা) সৌদি থেকে কুয়েতের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল।

এর আগে বাফুফের একটি সূত্র জানিয়েছিল, বেশ কয়েকজন ফুটবলারের পাসপোর্ট জতিলতা থাকায় ভিসা পাওয়া নিয়ে জেগেছিল শঙ্কা। এরপরে তারা সমস্যা সমাধানের চেষ্টা করেছিল। তারপরেই ভিসা জটিলতা কেটে গেছে বলে জানিয়েছে সূত্রটি।

এ বিষয়ে জানতে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের মুঠোফোনে বেশ কয়েকবার কল করা হলেও রিসিভ করেননি তিনি৷ তবে শেষ মুহূর্তে ভিসা জটিলতা কেটে যাওয়ায় নির্ধারিত সময়েই কুয়েতে যাবে পুরো দল।

এদিকে শনিবার (১৬ মার্চ) সৌদি আরবে জিম সেশন করেছেন ফুটবলাররা। কুয়েতই ফিলিস্তিন ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে হ্যাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচের ফলাফল নিয়ে সন্তুষ্ট ফুটবলার ও কোচিং স্টাফরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ