মিয়ানমার ইস্যুতে থাইল্যান্ডে পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মিয়ানমারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার জন্য বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত একটি জরুরি বৈঠকে অংশগ্রহণ করবেন।
থাই সরকারের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, চীন, লাওস ও কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
বৈঠকে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি এবং পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা হবে।
ঢাকা ত্যাগের আগে তৌহিদ হোসেন বলেন, `এই আলোচনা আনুষ্ঠানিক আলোচনার থেকে কিছুটা ভিন্ন হবে। আলোচনার প্রধান তিনটি বিষয় হলো- সীমান্ত, অপরাধ এবং মিয়ানমারের পরিস্থিতি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রধান উদ্বেগ হলো বর্তমানে দেশে আশ্রয় নেয়া ১৩ লাখ রোহিঙ্গার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা এবং তাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন।’
তৌহিদ হোসেন জোর দিয়ে বলেন, "আমরা জানি যে এটি একদিনে সমাধান সম্ভব নয়, তবে আমাদের একটি বাস্তবসম্মত সমাধানের প্রয়োজন।"
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মরিস সাংজিয়ামপংসা এই সপ্তাহে মিয়ানমার ইস্যুতে দুটি আঞ্চলিক বৈঠকের আয়োজন করবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে