Views Bangladesh

Views Bangladesh Logo

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পূর্ব তিমুর প্রেসিডেন্টের বৈঠক

Diplomatic  Correspondent

কূটনৈতিক প্রতিবেদক

রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

ররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তার সঙ্গে বৈঠক করেন।

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।

এর আগে, শনিবার রাতে ঢাকায় পৌঁছালে প্রেসিডেন্ট রামোস-হোর্তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। তার চার দিনের সরকারি সফরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাকে গার্ড অব অনার এবং তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হয়।

১৯ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে সফরে আসা রামোস-হোর্তার কর্মসূচিতে রয়েছে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠান, যা বাংলাদেশ ও পূর্ব তিমুরের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে।

তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন এবং এর পরে প্রতিনিধিদল পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মসূচিতে উল্লেখ করা হয়েছে।

রামোস-হোর্তা বাংলাদেশের ঐতিহাসিক বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উদ্যাপনেও অংশ নেবেন।

আগামী ১৭ ডিসেম্বর তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর অডিটোরিয়ামে ‘আধুনিক বিশ্বের শান্তির চ্যালেঞ্জ’ শীর্ষক একটি বক্তৃতা প্রদান করবেন।

মঙ্গলবার বিকেলে তার সফর শেষ করে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ