Views Bangladesh Logo

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকছেন যেসব বিদেশি নেতা

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ আর কিছুক্ষণের মধ্যেই। বিশ্বের অনেক সরকারপ্রধান ও রাজনীতিবিদকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তীব্র শীতের মধ্যে হালকা বরফের কারণে এবার পরিবর্তন আনতে হচ্ছে স্থান নির্বাচনে।


দেশটির স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে রাজধানী ওয়াশিংটনের ইউএস ক্যাপিটালে অভিষেক অনুষ্ঠান হবে ডোনাল্ড ট্রাম্পের। তার রানিংমেট ওহাইওর সিনেটর জেডি ভ্যান্স এর কিছু সময় আগে শপথ নেবেন ভাইস-প্রেসিডেন্ট হিসেবে।


ডোনাল্ড ট্রাম্পের শপথ হবে ক্যাপিটল ভবনের অভ্যন্তরে (ইনডোরে)। যা হবে গত ৪০ বছরের মধ্যে প্রথম। কারণ এর আগে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠিত হতো বাইরে (আউটডোরে)।


এরই মধ্যে ট্রাম্প ওয়াশিংটনে এসে পৌঁছেছেন। শপথ অনুষ্ঠানের আগে তিনি রাজধানীতে ক্যাম্পেইন স্টাইলে সমাবেশও করেছেন। সেখানে দেয়া ভাষণে গাজায় যুদ্ধবিরতি চুক্তি, টিকটক, প্রথম দিনের কার্যক্রম ও সফর নিয়ে কথা বলেছেন ট্রাম্প।


মার্কিন প্রেসিডেন্টদের ঐতিহ্যগত অভিষেক অনুষ্ঠানগুলো থেকে ব্যতিক্রম ঘটিয়ে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বেশ কয়েকজন বিদেশি নেতা। তাদের অধিকাংশই রক্ষণশীল ও ডানপন্থি। এর আগে বিদেশি রাষ্ট্রগুলোর শুধু রাষ্ট্রদূত অথবা পররাষ্ট্রমন্ত্রীরা এসব অনুষ্ঠানে থাকতেন।


অনুষ্ঠানে থাকছেন আর্জেন্টিনার ডানপন্থি প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতিনিধি হিসেবে ভাইস প্রেসিডেন্ট হান জং, ইতালির চরম ডানপন্থি দল ব্রাদার্স অব ইতালির নেতা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর, ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া, পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সম্প্রতি ইউরোপিয়ান পার্লামেন্টের ডানপন্থি ইউরোপিয়ান কনজারভেটিভস ও রিফর্মিস্টস পার্টির নেতা নির্বাচিত হওয়া মাতেউশ মোরাভিয়েছকি এবং ব্রিটেনের চরম ডানপন্থি নেতা নাইজেল ফ্যারাজ। স্পেনের চরম ডানপন্থি ভক্স পার্টি ও পর্তুগালের জনপ্রিয়তাবাদী শেগা পার্টির নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে শপথ অনুষ্ঠানে। 



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ