Views Bangladesh Logo

এনডিএ জোট ও ভারতের জনগণকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

 VB  Desk

ভিবি ডেস্ক

লোকসভা নির্বাচনে জয়লাভ করায় এনডিএ জোট ও ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ভারতের গণতন্ত্র পুরো বিশ্বের জন্য উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৫ জুন) সকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমরা রক্তের বন্ধনে আবদ্ধ, তাদের সঙ্গে অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের তুলনা চলে না। গণতান্ত্রিক চর্চায় অবদান রাখার জন্য ভারতের জনগণকেও বিশেষ অভিনন্দন জানান তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, এ মেয়াদে নতুন সরকারের সঙ্গে সম্পর্কের গভীরতা বহমাত্রিকতায় পৌঁছাবে। চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক অনন্য অবস্থানে। এ সময় মন্ত্রী ইন্ডিয়া জোটকেও অভিনন্দন জানান।

তিনি বলেন, বিরোধী দল সংসদে কার্যকর ভূমিকা রাখবে। বাংলাদেশের বিরোধী দলও সংসদে ভূমিকা রাখতে পারলে গণতান্ত্রিক চর্চা আরো জোরালো হতো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ