Views Bangladesh

Views Bangladesh Logo

বন রক্ষা করতেই হবে

Editorial  Desk

সম্পাদকীয় ডেস্ক

শুক্রবার, ২২ মার্চ ২০২৪

তকাল (২১ মার্চ) ছিল আন্তর্জাতিক বন দিবস। সে উপলক্ষে বনের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় কিছু লেখালেখি হলো। তা না হলে বনের প্রয়োজনীয়তা নিয়ে তেমন কথাবার্তা হয় না বললেই চলে। অথচ পরিবেশ বিপর্যয়ের এই কালে, বাংলাদেশ যখন আরও হুমকির মধ্যে আছে, তখন বন রক্ষা নিয়ে আমাদের আরও সরব থাকার কথা সব সময়ই।

এবারে বন দিবসের প্রতিপাদ্য ছিল ‘বন ও উদ্ভাবন: উন্নত বিশ্বের জন্য নতুন সমাধান’। এ কথা সত্য, পৃথিবীর উন্নয়ন অব্যাহত রাখতে হবে; কিন্তু বন উজাড় করে নয়। তাহলে অন্যান্য প্রাণীর সঙ্গে একদিন হয়তো মানবসভ্যতাই বিলুপ্ত হবে।

এর মধ্যেই সারা বিশ্বে পরিবেশ বিপর্যয়ের মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে। পারমাণবিক যুদ্ধের মতোই পরিবেশ বিপর্যয়ও মানুষের সামনে এক বড় চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বন রক্ষার বিকল্প নেই; কিন্তু বসতি স্থাপন ও কল-কারখানা নির্মাণের জন্য নির্বিচারে বন উজাড় করা হচ্ছে। বাংলাদেশের মতো ঘনবসতির দেশে বন আরও হুমকির মুখে।

দুঃখের ব্যাপার, একটি দৈনিক পত্রিকার খবরের শিরোনাম, ‘বন রক্ষা প্রকল্পেই বনের সর্বনাশ।’ সামাজিক বনায়নের নামে বিদেশি গাছ রোপণ, টেকসই বন ও জীবিকা প্রকল্পের নামে প্রাকৃতিক বনের বদলে কৃত্রিম বন গড়ে তোলা, ভুল জায়গা নির্বাচনের কারণেও টিকছে না সরকারের বনায়ন প্রকল্প। অন্যদিকে প্রাকৃতিক বন নষ্ট করে গড়ে তোলা হচ্ছে বড় বড় প্রকল্প। ফলে সুন্দরবনসহ দেশের বড় বড় বনগুলো আজ হুমকির মুখে।

আরেকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, সুন্দরবনের ভেতর দিয়ে বাংলাদেশ-ভারত নৌপথে এক যুগে নৌযান চলাচল বেড়ে দ্বিগুণ হয়েছে। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বনের ভেতর দিয়ে নৌযান চলাচল না করার থাকলেও তা মানা হচ্ছে না। অনিয়ন্ত্রিতভাবে নৌযান চলাচলের কারণে নদী ভাঙছে, পানি দূষিত হচ্ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

তাছাড়া, বন কেটে কাঠ পাচার, বন কেটে রাবার চাষ চলছেই অবিরাম। বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এ ব্যাপারে এখনই সচেতন না হয়, তাহলে এ ক্ষতি কখনোই পূরণ করা যাবে না।

প্রাপ্ত তথ্য মতে, বাংলাদেশে বনভূমি থাকা প্রয়োজন ২৫ শতাংশ; কিন্তু আছে মাত্র ১৫ দশমিক ৫৮ শতাংশ। গত ১৭ বছরে বাংলাদেশে প্রায় ৬৬ বর্গ কিলোমিটার বন বিলীন হয়েছে।

এভাবে চলতে থাকলে আমাদের জীবনবৈচিত্র্য যেমন হুমকির মুখে পড়বে, তেমনি সর্বনাশ হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও। শুধু উন্নয়ন দিয়ে মানুষ বাঁচবে না। মানুষকে বাঁচতে প্রয়োজন সুন্দর সবুজ প্রকৃতি। তাই বন রক্ষা করতেই হবে। এর কোনো বিকল্প নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ