Views Bangladesh

Views Bangladesh Logo

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৬ বিলিয়ন ছাড়াল

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২৮ জুন ২০২৪

ন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং অন্যান্য ঋণদাতাদের দেয়া ঋণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৬৫০ কোটি ডলার।

মেজবাউল হক আরও বলেন, আমরা আইএমএফ থেকে ১১৫ কোটি ডলার পেয়েছি। এছাড়া দক্ষিণ কোরিয়া, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইবিআরডি) এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) থেকেও প্রায় ৯০ কোটি ডলার পেয়েছি। 

এর আগে চলতি বছরের এপ্রিলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারিতে ২৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল। তারও আগে গত বছরের আগস্টে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২২ বিলিয়ন ডলার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ