Views Bangladesh Logo

এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৫৩৪ মিলিয়ন ডলার

 VB  Desk

ভিবি ডেস্ক

ত বুধবার (২৭ মার্চ) পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত দাঁড়িয়েছে এক হাজার ৯৪৫ কোটি ডলারে। যা এক সপ্তাহ আগের তুলনায় আরও ৫৩৪ মিলিয়ন ডলার কমেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে ব্যাংকিং শিল্পের অভ্যন্তরীণরা গণমাধ্যমকে বলেন, সংকটের কারণে রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সাথে মুদ্রা অদলবদলের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোও ডলার ফেরত নিচ্ছে।

জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর ১.২৯ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধ করার পরে ফরেক্স রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ