Views Bangladesh Logo

ভুটানের জাতীয় নির্বাচনে জয়ী সাবেক প্রধানমন্ত্রী তোবগের দল

 VB  Desk

ভিবি ডেস্ক

ভুটানের জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। এর মধ্য দিয়ে ক্ষমতায় যাচ্ছে দলটি। নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেরিং তোবগে।

বিশ্বের অন্যতম সুখী দেশ হিসেবে পরিচিত ভুটানে মঙ্গলবার চতুর্থ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৫ বছর আগে ২০০৮ সালে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেই হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠার পর এটি চতুর্থ নির্বাচন।

এই নির্বাচনের বেসরকারি ফল এরই মধ্যে প্রকাশিত হয়েছে। তাতে দেখা যায়, জাতীয় সংসদের ৪৭টি আসনের মধ্যে ৩০টিতে জয় পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী, প্রথম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শেরিং তোবগের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। ভুটান টেনড্রেল পার্টি (বিটিপি) পেয়েছে ১৭টি আসন।

বুধবার আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করবে ভুটানের নির্বাচন কমিশন।

এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেরিং তোবগে। এর আগে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। তারও আগে ভুটানের প্রথম সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন এই শেরিং তোবগে।

৫৮ বছর বয়সী শেরিং তোবগে একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি একজন অ্যাডভোকেটও। পিটসবার্গ বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন তিনি। এ ছাড়া হার্বার্ড থেকে লোকপ্রশাসনে মাস্টার্স ডিগ্রি রয়েছে তাঁর।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় অর্থনৈতিক সমস্যায় বিপর্যস্ত ভুটানে। ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোটারদের প্রত্যাশা নির্বাচনের মধ্য দিয়ে তারা এমন নেতাদের বেছে নিতে পারবেন, যারা অর্থনৈতিক দুর্দশা থেকে দেশকে উদ্ধার করতে পারবেন।

করোনা মহামারির পর থেকেই অর্থনৈতিক সংকটে পড়েছে ভুটান। দেশটিতে কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বাড়ছে বেকারত্বের হার এবং অনেকেই দেশ ছেড়ে বিদেশের পথে পাড়ি জমাচ্ছেন।

ভুটানে নির্বাচন হয় দুই ধাপে। প্রথম ধাপে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুটি দল দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নিতে পারে। আর নির্বাচনে যদি দুই দলের বেশি দল অংশ না নেয়, সে ক্ষেত্রে এক ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৮ সালে একবার এ ধরনের ঘটনা ঘটেছিল।

মঙ্গলবার অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধাপের নির্বাচন। এ নির্বাচনে দুই কক্ষ মিলিয়ে মোট ৪৭ জন আইনপ্রণেতাকে নির্বাচন করেন ভোটারেরা। নির্বাচিতরা সরকার গঠন করবেন।
গত বছরের ২৯ নভেম্বর ভুটানে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে অংশ নিয়েছিল পাঁচটি রাজনৈতিক দল। বিজয়ী হয় পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) ও ভুটান টেনড্রেল পার্টি (বিটিপি)। এ দুটি দলই মঙ্গলবার চূড়ান্ত পর্বের ভোটে অংশ নেয়। ভুটানের পাঁচ লাখ ভোটার এই দুই দলের ৯৪ প্রার্থীর মধ্য থেকে ৪৭ প্রার্থীকে পার্লামেন্ট সদস্য হিসেবে বেছে নেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ