ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু গ্রেপ্তার
অর্থঋণের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৭ জানুয়ারি) র্যাব ১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
র্যাব জানায়, বাপ্পাদিত্য বসু অর্থঋণের তিনটি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। একইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পাদিত্য বসু ওই মামলার পলাতক আসামি বলে স্বীকার করেছেন। মামলা দায়েরের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে