ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে ভারতের রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন দেশটির এই প্রবীণ রাজনীতিক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে