Views Bangladesh Logo

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ। এর মধ্য দিয়ে ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানলেন এই নারী ক্রিকেটার।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে ক্রিকেটার বিসমাহ মারুফের অবসরের বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

জানা গেছে, মাত্র ১৫ বছর বয়সেই ২০০৬ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান বিসমাহ। এরপর থেকে পাকিস্তানের জার্সি গায়ে মোট ২৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বিসমাহ। এর মধ্যে ৯৬টি ম্যাচে দলকে নেতৃত্বও দেন।

এই লম্বা ক্যারিয়ারে ৮০টি উইকেট নেওয়ার পাশাপাশি ৬২৬২ আন্তর্জাতিক রান করেছেন বিসমাহ। তবে  তিনি সেঞ্চুরি না পেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৩টি হাফ-সেঞ্চুরি পান।

পিসিবি থেকে প্রকাশিত বিবৃতিতে বিসমাহ বলেন, ‘আমি যে খেলাটিকে সবচেয়ে বেশি ভালোবাসি তা থেকে আমি অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। যা একটি অবিশ্বাস্য যাত্রা, চ্যালেঞ্জ, জয় এবং অবিস্মরণীয় স্মৃতিতে ভরপুর। আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। যারা আমার ক্রিকেট যাত্রায় শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সমর্থন করেছেন।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ