চিটাগংয়ের স্বপ্ন ভেঙে ফের বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল
টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ঘরে তুললো ফরচুন বরিশাল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে চিটাগং কিংসের স্বপ্ন ভেঙে ৩ উইকেটে জয়লাভ করে তারা। ১৯৫ রানের লক্ষ্যে ১৯ দশমিক ৩ ওভারে পৌঁছে তামিম ইকবালের দল। ফলে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জেতা হয়নি চিটাগং এর।
এদিন রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তাকে দারুণ সঙ্গ দেন তাওহীদ হৃদয়। তবে অর্ধশত পূর্ণ করার পরই থামেন বরিশাল দলপতি। নবম ওভারে দলীয় ৭৬ রানের মাথায় তামিম সাজঘরে ফেরেন ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলে।
তিনে নামা ডেভিড মালান অবশ্য সুবিধা করতে পারেননি, মাত্র ১ রান করে আউট হন। একাদশ ওভারে দলীয় ৯৬ রানে হৃদয় (২৮ বলে ৩২) আউট হলে চাপে পড়ে যায় বরিশাল। এরপর পাল্টা আক্রমণে যান মুশফিকুর রহীম ও কাইল মায়ার্স, গড়েন ১৪ বলে ৩৪ রানের জুটি। ৯ বলে ১৬ রান মুশফিক বিদায় নেন। মায়ার্স (২৮ বলে ৪৬) ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ (১১ বলে ৭) জুটি জয়ের দিকে ছুটলেও শেষ দিকে হোঁচট খায় বরিশাল। শেষ পর্যন্ত রিশাদ হোসেনের ৬ বলে ১৮ রানের ক্যামিওতে শিরোপা জয় নিশ্চিত হয় বরিশালের। কিংসের পক্ষে ৩৪ রানে ৪ উইকেট পান পেসার শরিফুল ইসলাম।
এর আগে টসে জিতে চিটাগংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল। ব্যাট হাতে চিটাগংকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার খাঁজা নাফি ও পারভেজ হোসেন ইমন। ১২ দশমিক ৪ ওভারে দুজনে তুলেন ১২১ রান। ৪৪ বলে ৬৬ রান করে খাঁজা নাফি বিদায় নিলেও রানের চাকা সচল রাখেন পারভেজ ইমন ও গ্রাহাম ক্লার্ক। ২০ ওভার শেষে ৩ উইকেটে ১৯৪ রানের স্কোর দাঁড় করায় বরিশাল। ২৩ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন ক্লার্ক৷ ইমন অপরাজিত থাকেন ৪৯ বলে ৭৮ রানে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে