Views Bangladesh

Views Bangladesh Logo

অপূর্বর মাঝে শাহরুখের চার্ম আছে: চালচ্চিত্র পরিচালক

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

নপ্রিয় টিভি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন ২০১৪ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। দীর্ঘ বিরতির পর তিনি বড় পর্দায় ফিরেছেন আবারও। শুক্রবার (২০ ডিসেম্বর) বড়দিনের উপলক্ষে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘চালচ্চিত্র’। এটি তার প্রথম কলকাতার সিনেমা।

এর আগে, পোস্টারে অপূর্বের লুক প্রকাশিত হলে ভক্তরা চমকে গিয়েছিলেন। সেখানে তাকে এক ভিন্ন এবং অনন্য পরিবেশে উপস্থাপন করা হয়েছিল।

সিনেমার পরিচালক প্রতিম ডি. গুপ্ত ভারতীয় গণমাধ্যমে জানান, অপূর্বর মধ্যে বলিউড তারকা শাহরুখ খানের কিছু বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন, যা তাকে মুগ্ধ করেছে।

প্রতিম বলেন, ‘আমি চিত্রনাট্য লিখেছিলাম অপূর্বকে ভিন্নভাবে উপস্থাপন করার কথা মাথায় রেখে। আমি তাকে খুব নাটকীয় উপায়ে কাজে লাগাতে চেয়েছি। আমি তার নাটক দেখেছি। অপূর্বর মাঝে শাহরুখ খানের মতো এক ধরনের চার্ম (আকর্ষণ) রয়েছে। আমি সেটাই ধরার চেষ্টা করেছি।’

তবে, অক্টোবর মাসে মুক্তি পাওয়া ৪০ সেকেন্ডের টিজারটি সিনেমাটির রোমাঞ্চকর রহস্যের আভাস দিয়েছিল। অপূর্ব ছাড়াও এতে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তীসহ আরও অনেকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ