সাতক্ষীরায় চাঁদার টাকা দিতে না পারায় ৪ পরিবারকে বাড়িছাড়া
চাঁদার টাকা দিতে না পারায় চার পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে।
চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা জুবায়ের হোসেন, নাজমুল হুদা, সাঈদসহ মদদদাতা ইউপি সদস্য রায়হানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নাকনা গ্রামের ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মানববন্ধন কর্মসূচি চলাকালে ভুক্তভোগী পরিবারের সদস্য মো. সোহাগ গাজী বলেন, গত ৫ আগস্টের পর থেকে রায়হান মেম্বারের নেতৃত্বে তিন দফায় স্থানীয় নাকনা গ্রামের চারটি পরিবারের কাছ থেকে ২০ হাজার, ৫০ হাজার ও ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত চাঁদার টাকা দেয়ার জন্য তাদের উপর বার বার চাপ দেয়া হচ্ছিল। টাকা না দিলে মারপিট এমনকি প্রাণনাশেরও হুমকি দেয়া হয়। কিন্তু গরিব ও অসহায় হওয়ায় তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে পারছিলেন না তারা। এক পর্যায় চাঁদার টাকা না দিতে পারায় গত ৩ মার্চ নাকনা গ্রামের শামীম মোড়লের বসতবাড়ি পুড়িয়ে দেয়া হয়।
সানজিদা বেগম বলেন, চাঁদার টাকা না দেয়ায় চারটি পরিবারের সদস্যদের মারধর করে গত ২১ দিন ধরে বাড়িছাড়া করে রেখেছে ওই সন্ত্রাসীরা। বাড়িছাড়া হয়ে তারা নারী ও শিশু সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এ সময় তারা রায়হান মেম্বার ও জুবায়ের গংদের হাত থেকে মুক্তি পেয়ে যাতে দ্রুত নিজেদের বসতবাড়িতে ফিরতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশপাশি নাকনা গ্রামের চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানান। তারা এ ব্যাপারে সাতীরা জেলা প্রশাসক. পুলিশ সুপার ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে এ বিষয়ে কথা বলার জন্য ইউপি সদস্য রায়হানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য শামীম বাবু, মো: সোহাগ গাজী, শাকিল গাজী, মাসুম বিল্লাহ, সানজিদা বেগম, ময়না খাতুন, নাজমা বেগম প্রমুখ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে