Views Bangladesh

Views Bangladesh Logo

নতুন চার সংস্কার কমিশন গঠন

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

রও চারটি নতুন সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশনগুলো হলো-স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার ও নারীবিষয়ক।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, আগামী ৭-১০ দিনের মধ্যে সদস্য নির্বাচন করে নতুন চারটি কমিশনের পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে।

এ সময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিশেষ সহকারী মাহফুজ আলম।

জানানো হয়েছে, স্বাস্থ্যবিষয়ক কমিশনের প্রধান করা হয়েছে জাতীয় অধ্যাপক ড. এ কে আজাদকে এবং গণমাধ্যম কমিশনের প্রধান হবেন কলামিস্ট কামাল আহমেদ। এছাড়া সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে শ্রমিক অধিকার কমিশনের প্রধান এবং শিরীন পারভীন হককে নারীবিষয়ক কমিশনের প্রধান করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ