Views Bangladesh Logo

বান্দরবানে সাংগ্রাই উৎসব শুরু

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই শুরু হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয় রাজারমাঠে বেলুন উড়িয়ে ৪ দিন ব্যাপী সাংগ্রাই উৎসবের উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি। পরে সাংগ্রাই উৎসবকে ঘিরে আয়োজিত বর্নাঢ্য সাংগ্রাই শোভাযাত্রার নেতৃত্ব দেন তিনি।

শোভাযাত্রায় মারমা, ম্রো, খুমি, চাকমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, বম, লুসাই'সহ ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ নিজস্ব জাতিস্বত্বার পোষাকে শোভাযাত্রায় অংশ নেন। তারা বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর মূর্ছনা ও সংস্কৃতিক ভাবধারা প্রদর্শনের মাধ্যমে নিজস্ব ঐতিহ্যকে তুলে ধরেন। এসময় সকলের নজর কাড়ে ম্রো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ম্রো নৃত্য। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। সেখানেই বয়স্ক পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‌্যালীতে অন্যান্যদের মধ্যে অংশ নেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পৌর মেয়র শামসুল ইসলাম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউটটের পরিচালক মং হ্নৈ চিং, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, উৎসব উদযাপন পরিষদের সভাপতি পুলুপ্রু, সাধারণ সম্পাদক উক্যসিংসহ আরও অনেকে।

এদিকে ‘সাংগ্রাইমা, ঞি ঞি ঞা ঞা, রিক্জে গে পা মে’- ‘এসো মিলি সাংগ্রাই এর মৈত্রী পানিবর্ষণের উৎসবে’ ঐতিহ্যবাহী এ মারমা গানের সুর মূর্ছনায় এখন উদ্বেলিত পাহাড়ি জনপদ বান্দরবান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ