Views Bangladesh Logo

ইমাম পেশাকে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স

 VB  Desk

ভিবি ডেস্ক

মামের ভূমিকাকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে ফরাসি সরকার। পেশার তালিকায় এটিকে যুক্ত করেছে দেশটির কর্মসংস্থান সংস্থা।

সরকারি সেবার অংশ হিসেবে হাসপাতাল ও সামরিক বাহিনীসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কর্মরত মুসলিম ধর্মযাজকদের ভূমিকাকে এখন থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ফরাসি ইসলাম ফোরামের (এফওআরআইএফ) দ্বিতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে এই স্বীকৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ।

স্বীকৃতির তাৎপর্য তুলে ধরে তিনি একে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন, যা দেশে এই ধরনের প্রথম স্বীকৃতি।

এই উদ্যোগের অংশ হিসেবে, ফ্রান্সে স্বীকৃত পেশার সরকারী তালিকায় একজন ইমামের ভূমিকা আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইমামদের জন্য সরকারি চাকরির বিবরণ ও কর্মসংস্থান চুক্তি তৈরির ঘোষণা দেন রিটেইলউ, যা তাদের কাজের কাঠামোগত স্বীকৃতিও দেবে।

তিনি জোর দিয়ে বলেন, মুসলিমরা চরমপন্থী মতাদর্শের দ্বারা তাদের বিশ্বাসের বিকৃতি প্রত্যাখ্যান করেন। রাষ্ট্র এবং মুসলিম ধর্মীয় প্রতিনিধিদের মধ্যে সংলাপ আস্থা ও দায়িত্বের ভিত্তিতে হওয়া উচিত।

ধর্মীয় প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় হস্তক্ষেপ করা হবে না বলে নিশ্চিত করে রিটেইলউ জানান, এই স্বীকৃতি সেক্ষেত্রে সহায়তা করতে পারে।

ফ্রান্সে ইসলামোফোবিয়া সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছর ১৭৩টি মুসলিম-বিরোধী হামলা রেকর্ড করা হয়েছে।

তবে তিনি স্বীকার করেন, ভুক্তভোগীরা কম রিপোর্ট করায় প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি।

অপরাধ মোকাবিলায় ইসলামোফোবিয়ার ঘটনা রিপোর্ট করতে নিবেদিত নতুন অভিযোগ প্ল্যাটফর্ম চালু করবে সরকার।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ