Views Bangladesh Logo

লোহাগড়ায় দুপক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা নিহত

নড়াইলের লোহাগড়ায় দুপক্ষের সংঘর্ষে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন এবং আরও ১২ জন আহত হয়েছেন।

নিহত আকবার শেখ লাহুড়িয়া পশ্চিমপাড়ার মেকরেত শেখের ছেলে এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

সোমবার বিকেলে উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, লাহুড়িয়া পশ্চিমপাড়ায় মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির জেরে ঈদের দিন সোমবার বিকেলে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মনিরুল গ্রুপের আকবর শেখকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ মিল্টন জমাদ্দারের লোকজন। পরে তাকে পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ