Views Bangladesh Logo

সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

পাবনায় জেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতার বক্তব্যর প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা।

অনুষ্ঠানে উপস্থিত জেলা বিএনপির সদস্যসচিব আইনজীবী মাসুদ খন্দকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে মুক্তিযোদ্ধারা হট্টগোল শুরু করেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে তুলে ধরলে উপস্থিত মুক্তিযোদ্ধাদের একাংশ তীব্র আপত্তি তোলেন। তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন দ্রুত অনুষ্ঠান শেষ করতে বাধ্য হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয় বেলা ৩টায়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর শুরু হয় আলোচনা পর্ব। এসময় জেলা বিএনপির সদস্যসচিব আইনজীবী মাসুদ খন্দকার তার বক্তব্যের একপর্যায়ে ‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন’ এমন কথা বলেন। এতে মুক্তিযোদ্ধাদের একটি অংশ উত্তেজিত হয়ে পড়েন এবং ক্ষোভ প্রকাশ করতে থাকেন। দুই থেকে তিন মিনিট হট্টগোল চলতে থাকলে বিএনপি নেতা মাসুদ খন্দকার মঞ্চ থেকে নেমে যান। পরে জেলা প্রশাসন বাধ্য হয়ে দ্রুত অনুষ্ঠান শেষ করে।

এ ব্যাপারে মাসুদ খন্দকার বলেন, ‘যারা হট্টগোল করেছেন, তারা স্বৈরাচার আওয়ামী লীগের দোসর। ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে তারাই রাজপথে ছিলেন। সুন্দর একটি অনুষ্ঠানকে নষ্ট করতেই তারা এসেছিলেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

যোগাযোগ করা হলে ডিসি মফিজুল জানান, তেমন কিছু হয়নি। 'একজন রাজনৈতিক নেতা তার বক্তব্য দেওয়ার সময় নিজস্ব মতামত প্রকাশ করেছেন। অপর একজন শ্রোতা তার প্রতিবাদ করেছেন। পরে অনুষ্ঠানটি স্বাভাবিকভাবে শেষ হয়েছে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ