দক্ষিণ এশিয়াতে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার আহ্বান পররাষ্ট্র সচিবের
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জাহিদ উদ্দিন মঙ্গলবার দক্ষিণ এশীয় দেশগুলোতে বাংলাদেশের মিশনের প্রধানদের নির্দেশ দিয়েছেন, যেন তারা দ্বিপাক্ষিক স্তরে কূটনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করেন। এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন লাভের জন্য এ নির্দেশনা দেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ এশীয় দেশগুলোতে নিয়োজিত বাংলাদেশি হাইকমিশনার/রাষ্ট্রদূতদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় দ্বিপাক্ষিক সহযোগিতা, কনস্যুলার সেবা এবং মিশনগুলোর প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পররাষ্ট্র সচিব উল্লেখ করেন, কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতা মিলিয়ে দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মিশনের প্রধানরা তাদের প্রচেষ্টা এবং উদ্যোগের আপডেট শেয়ার করেন।
এ সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ও মিশনসমূহের পরিদর্শক ড. মো. নাজরুল ইসলাম, প্রশাসনিক পরিচালক মো. নজমুল হক এবং দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক ইশরাত জাহান উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে