Views Bangladesh

Views Bangladesh Logo

কমলো জ্বালানি তেলের দাম

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

স্বয়ংক্রিয় জ্বালানি তেলের মূল্য নির্ধারণের প্রথম মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। নতুন মূল্য তালিকা অনুযায়ি ডিজেল লিটার প্রতি ১০৮ টাকা ২৫ পয়সা, কেরোসিন ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত বিক্রয়মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে জ্বালানি বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণ করা হয়।

নতুন দাম অনুযায়ী ডিজেল এবং কেরোসিনে বিক্রয় মূল্য ৭৫ পয়সা এবং অকটেনে ৪ টাকা ও পেট্রোলে ৩ টাকা দাম কমানো হয়েছে।

নতুন দাম নির্ধারণের আগে ডিজেল এবং কেরোসিন ১০৯ টাকা, পেট্রোল ১২৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা করে ভোক্তা পর্যায়ে বিক্রি হতো।

স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার প্রজ্ঞাপন জারি করা হয় গত ২৯ ফেব্রুয়ারি। তারই ধারাবাহিকতায় আজ প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

সূত্র জানায়, ২০২২ সালের ২৯ আগস্ট জ্বালানি তেলের সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়। পরবর্তী সময়ে কোভিড মহামারি-উত্তর সরবরাহ সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে সমুদ্রপথে জ্বালানি পণ্যের প্রিমিয়াম, পরিবহন ভাড়া, বীমা এবং ব্যাংক সুদের হারও ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। উল্লিখিত সময়ে শুধুমাত্র মার্কিন ডলারের বিপরীতে দেশিয় মুদ্রা অবমূল্যায়িত হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের (প্রধানত ডিজেল) মূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর কাছ থেকে সরকার সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ নিয়েছে। এই ঋণের প্রধান শর্তগুলোর মধ্যে আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানির মূল্য নির্ধারণের বাধ্যবাধকতা ছিল। গত নভেম্বর থেকে নতুন এই পদ্ধতিতে মূল্য নির্ধারণ করার বিষয়ে সরকারের উপর তাদের চাপ ছিল।

জ্বালানি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হলেও প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯২ দশমিক ৭৬ রুপী বা ১৩৩ দশমিক ৫৭ টাকায় (১ রুপী=১ দশমিক ৪৪ টাকা) এবং পেট্রোল ১০৬ দশমিক ০৩ রুপী বা ১৫২ দশমিক ৬৮ টাকায় বিক্রি হচ্ছে যা বাংলাদেশ থেকে যথাক্রমে প্রায় ২৪ দশমিক ৫৭ টাকা ও ২৭ দশমিক ৬৮ টাকা বেশি।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজার দরের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে এখন থেকে প্রতি মাসেই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হবে। আগে জ্বালানি তেলের মূল্য আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পেলে সরকার ভর্তুকি দিয়ে দেশে কম দামে তেল বিক্রি করত। এখন থেকে জ্বালানি তেলে সরকারের আর কোন ভর্তুকি থাকল না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ