শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে থাকবেন বিশ্বনেতারা

পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হবে শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে। বিশ্বনেতাদের অংশগ্রহণে তাদের কাছে আকর্ষণীয় গৌরবময় অনুষ্ঠান মঞ্চ তৈরি করবেন রোমান ক্যাথলিক কার্ডিনালরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) সিদ্ধান্ত হয়েছে, স্থানীয় সময় বুধবার (২২ এপ্রিল) সকাল নয়টায় কার্ডিনালদের নেতৃত্বে শোভাযাত্রার মাধ্যমে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরুর মরদেহ স্কোয়ার সংলগ্ন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নিয়ে যাওয়া হবে। সেখানে বিশ্বস্তরা প্রথম ল্যাটিন আমেরিকান এই পোপের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।
স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় ব্যাসিলিকার ছায়ায় অবস্থিত সেন্ট পিটার্স স্কোয়ারে তার শেষকৃত্য হবে।
অভিবাসন নিয়ে পোপের সঙ্গে বারবার বিরোধে জড়িয়ে পড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এবং তার স্ত্রী এই অনুষ্ঠানে যোগ দেবেন।
পোপ ফ্রান্সিসের কার্যালয় সূত্র জানিয়েছে, অন্য রাষ্ট্রপ্রধানদের মধ্যে শেষকৃত্যে থাকবেন ফ্রান্সিসের জন্মস্থান আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ভ্যাটিকান জানিয়েছে, সোমবার (২১ এপ্রিল) স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত হয়ে অপ্রত্যাশিতভাবে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মারা যান ৮৮ বছর বয়সী ফ্রান্সিস। ঘটনাটি প্রায়শই অস্থির তার রাজত্বের অবসান ঘটায়, যেখানে তিনি বারবার ঐতিহ্যবাদীদের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েও দরিদ্র ও প্রান্তিকদের সমর্থন করেছিলেন।
রয়টার্স জানিয়েছে, চলতি বছরের শুরুতে পোপ ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে কাটিয়েছিলেন। প্রায় এক মাস আগে ভ্যাটিকানে ফিরে এলে তিনি সুস্থ হয়ে উঠছিলেন বলে মনে হয়েছিল। মৃত্যুর আগের দিন ইস্টার রোববারে (২০ এপ্রিল) সেন্ট পিটার্স স্কোয়ারে উপস্থিত হয়েছিলেন তিনি। স্বল্প সময়ের জন্য বৈঠক করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে। এই সাক্ষাতের কয়েক ঘণ্টা পর পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়।
মঙ্গলবার ভ্যাটিকান সান্তা মার্তার বাসভবনের চ্যাপেলে পোপের পোশাক পরিহিত এবং কাঠের কফিনে শুইয়ে রাখা ফ্রান্সিসের ছবি প্রকাশ করেছে, যেখানে তিনি ১২ বছরের পোপ থাকাকালে বসবাস করেছিলেন। কসকেটের উভয় পাশে দাঁড়িয়ে আছেন সুইস রক্ষীরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে