Views Bangladesh Logo

গাজীপুরে ফু-ওয়াং ফুডসের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং ফুডস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে তিন মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন প্রায় ৪৫ মিনিট।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আবদুল লতিফ জানান, সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন, যার ফলে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজট সৃষ্টি হয়।

সংবাদ পেয়ে জয়দেবপুর থানা পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা করে।

আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা সড়ক থেকে সরে যান এবং সকাল ১০টা ৫০ মিনিটের মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভরত শ্রমিকরা বলেন, প্রতি বছর ঈদের আগে মালিকপক্ষ বেতন ও বোনাস পরিশোধে দেরি করে।

তারা জানান, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চের বেতন এখনও বকেয়া রয়েছে, পাশাপাশি ঈদ বোনাসও দেয়া হয়নি।

তবে ফু-ওয়াং ফুডসের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা মুকিত হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শুধু ফেব্রুয়ারির বেতন বকেয়া রয়েছে।’

তিনি বলেন, ‘গতকাল বিকেল থেকেই বেতন পরিশোধ শুরু হয়েছে, তবে কিছু শ্রমিকের টাকা এখনো বাকি রয়েছে। ব্যাংক থেকে টাকা উত্তোলনের পরই বাকি বেতন পরিশোধ করা হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ