Views Bangladesh Logo

অবশেষে অপসারণ করা হলো গান্ধীর ক্ষতিগ্রস্ত ভাস্কর্যটি

ট মাস ধরে মুখ থুবড়ে পড়ে থাকা মহাত্মা গান্ধীর ক্ষতিগ্রস্ত ভাস্কর্যটি অবশেষে অপসারণ করা হয়েছে। ‘আট মাস ধরে মুখ থুবড়ে পড়ে আছে গান্ধীর ভাস্কর্যটি’ শিরোনামে ভিউজ বাংলাদেশ-এ সংবাদ প্রকাশের একঘণ্টা পর গান্ধী আশ্রমের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে গান্ধী চত্বরে গিয়ে স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে লোহার গ্রিল কেটে গান্ধীর ক্ষতিগ্রস্ত ভাস্কর্যটি বের করার কাজ চলতে দেখা গেছে।  তবে এ বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যরা কিছু বলতে পারেননি।

যোগাযোগ করা হলে গান্ধী আশ্রম কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার দাস ভিউজ বাংলাদেশকে বলেন, ‘আশ্রমের পক্ষ থেকেই আমরা ভাস্কর্যটি সরিয়ে নিচ্ছি। সংস্কার করে এটি আমাদের কাছে সংরক্ষণ করে রাখব। পরবর্তী পদক্ষেপের ব্যাপারে এখন নিশ্চিত করে কিছু বলতে পারব না।’

আট মাস ধরে ভাস্কর্যটি এভাবে কেন পড়ে ছিল এবং হঠাৎ আজকেই কেন এটি সরিয়ে ফেলার উদ্যোগ নেয়া হচ্ছে জানতে চাইলে নিরঞ্জন কুমার দাস বলেন, ‘আসলে ভাস্কর্যটি এভাবে এতদিন পড়ে আছে সেটা ভালো দেখায় না। আমরা আগে কোনো উদ্যোগ নিতে পারিনি কারণ এ ব্যাপারে নির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না। এটির দেখভালের দায়িত্ব ছিল স্থানীয় প্রশাসনের। আজ দুপুরে রাজশাহীতে ভারতীয় হাইকমিশন থেকে ফোন করে আমাদের বলা হয়, ভাস্কর্যটি সরিয়ে এনে সংরক্ষণ করে রাখতে।’

ভাস্কর্যটি পুনঃস্থাপনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,‘সেটা এখনই নির্দিষ্ট করে বলতে পারব না। এখনো আমাকে কিছু জানানো হয়নি। তবে আশা করছি দুই এক মাসের মধ্যেই এটি আবার স্থাপন করা হতে পারে।’

যোগাযোগ করা হলে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ‘আসলে এটার দেখভাল, রক্ষণাবেক্ষণ বা সংস্কারের দায়িত্ব আশ্রম কমিটির। আমাদের সহায়তা চাইলে সেটা আমরা দিতে পারি, তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা জানাতে পারি না।’

ভাস্কর্যটির পুনঃস্থাপন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটার সিদ্ধান্ত নেবে আশ্রম কমিটি।’

মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ২০২১ সালের ২ অক্টোবর এই ভাস্কর্যটি উদ্বোধন করা হয়। নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলম ও ভারতীয় হাইকমিশনার যৌথ অর্থায়নে এ ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নেন ২০২০ সালে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দুর্বৃত্তরা ভাস্কর্যটি ভেঙে ফেলে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল পর্যন্ত ভাস্কর্যটি সেই অবস্থাতেই মুখ থুবড়ে পড়ে ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ