Views Bangladesh

Views Bangladesh Logo

দুই ঘণ্টা পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ৪ মে ২০২৪

কারখানা বন্ধের প্রতিবাদে দুই ঘণ্টা সড়ক অবরোধের পর রাস্তা ছেড়েছে পোশাক শ্রমিকরা। এতে বনানীর সৈনিক ক্লাবের সামনের সড়ক থেকে শুরু করে আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শনিবার (৪ মে) সকালে রাজধানীর বনানী এলাকায় এ ঘটনা ঘটে।

বনানী থানার ওসি কাজী সাহান হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি কারখানা বন্ধের প্রতিবাদ করেন শ্রমিকরা। তারা সকাল ৮টার পর থেকে বনানীর সৈনিক ক্লাবের সামনে অবরোধ করেন। সেখানে ১০টা পর্যন্ত ছিলেন তারা। পরে শ্রমিকদের সঙ্গে কথা বলার পর তারা সড়ক থেকে সরে যায়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে কারখানা বন্ধের প্রতিবাদে সকাল ৮টার কিছু পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন কারখানাটির শ্রমিকরা। এর ফলে বিজয় সরণি থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ