Views Bangladesh Logo

নোয়াখালীতে খননকৃত কূপের চার স্তরে গ্যাসের সন্ধান

 VB  Desk

ভিবি ডেস্ক

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় একটি গ্যাস কূপ খনন শেষে চারটি স্তরে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াছেকপুর গ্রামের এই কূপটিতে সোমবার (১২ আগস্ট) ‘আগুন দেওয়া’ হয়েছে বলে জানান বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন অধিকর্তা মো. আসাদুজ্জামান।

তিনি আরও জানান, গত ২৯ এপ্রিল কূপটি খননের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। নির্দিষ্ট সময়ের আগেই খনন কাজ শেষ করে এখন কূপের প্রতিটি স্তরে কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করা হবে।

পরীক্ষা পর ‘জাতিকে একটা ভালো খবর’ দিতে পারবেন বলেও আশা করেন তিনি।

তবে প্রাথমিকভাবে কূপটির ৪টি জোনের প্রতিটি জোন থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত করা যাবে বলে আশা করছে বাপেক্স।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ