বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় সাময়িক বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য ঢাকার কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এজন্য গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে তিতাস।
বুধবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আট ঘণ্টা ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস জানিয়েছে, এলাকাগুলো হলো- ফার্মগেট, নাখালপাড়া, শাহীনবাগ, ভওয়ালবাগ, তেজতুরী বাজার। এ ছাড়াও একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে