Views Bangladesh Logo

আজ ঢাকার যেসব এলাকায় থাকবে না ১০ ঘণ্টা গ্যাস

 VB  Desk

ভিবি ডেস্ক

গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার কিছু এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাসের নিম্নচাপ সমস্যা সমাধানের জন্য গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা উত্তরখান, দক্ষিণখান, ফায়েদাবাদ এলাকা ও আশকোনাসহ আশপাশের সব এলাকার (শীতলক্ষ্যা নদীর তীর পর্যন্ত) সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

এই অস্থায়ী অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ