Views Bangladesh Logo

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

 VB  Desk

ভিবি ডেস্ক

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার (১১ জুলাই) প্রায় ১০ ঘণ্টা(সকাল ১০টা থেকে রাত ৮টা) রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরী প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল ১১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা কলাবাগান, কাঠালবাগান, পূর্ব রাজাবাজার, গ্রিন রোড ও পান্থপথ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসময় আবাসিক ও সিএনজি সব ধরনের গ্রাহকের গ্যাস বন্ধ থাকবে।

এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও তিতাস জানায়। এদিকে, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস বিরতণ কোম্পানি দুঃখ প্রকাশ করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ