Views Bangladesh

Views Bangladesh Logo

গাজায় যুদ্ধবিরতির ‘উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে’ : মিসরীয় সংবাদ মাধ্যম

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ৮ এপ্রিল ২০২৪

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে মিসরের রাজধানী কায়রোয় যে আলোচনা শুরু হয়েছে তাতে ‘উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে’।

সোমবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে মিসরীয় সংবাদ মাধ্যম ‘আল কাহেরা’। উচ্চ পর্যায়ের মিসরীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে আল কাহেরা বলছে, চুক্তির বিতর্কিত কিছু পয়েন্টে অগ্রগতি হচ্ছে।

এরআগে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার যুদ্ধবিরতির লক্ষ্যে কয়েকদফা আলোচনা চালালেও তাতে কাঙ্খিত ফল আসেনি।

এদিকে সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, কাতার ও হামাসের প্রতিনিধি দল কায়রো ত্যাগ করেছে। আশা করা হচ্ছে দু’দিনের মধ্যে তারা ফিরে এসে চুক্তির শর্তাবলী চূড়ান্ত করবে।

ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫০ জিম্মিকে করে। এখনও তাদের হাতে ১৫০ জিম্মি আটক রয়েছে।

এদিকে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৩৩ হাজার ১৭৫ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ