Views Bangladesh

Views Bangladesh Logo

গাজায় স্কুলসহ ৩ স্থাপনায় ইসরায়েলি হামলা, নিহত ৪৮

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১৭ জুলাই ২০২৪

গাজা উপত্যকায় এক ঘণ্টারও কম সময়ে একটি স্কুলসহ তিনটি স্থাপনায় ইসরায়েলি বিমান হামলা ৪৮ জন নিহত হয়েছে। মঙ্গলবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

একটি হালনাগাদ হিসাব অনুযায়ী সংস্থাটির পরিচালক মোহাম্মদ আল-মুগাইর বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত আল-রাজি স্কুলে ২৫ জন মারা গেছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের কাছে আল-মাওয়াসিতে কমপক্ষে ১৮ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।

কর্মকর্তারা জানান, উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি গোলচত্বরের কাছে দাঁড়িয়ে থাকা লোকদের উপর ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছে।

তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামাস যোদ্ধারা তাদের সৈন্যদের উপর আক্রমণ চালানোর জন্য নুসিরাত স্কুল ব্যবহার করেছিল এবং আল-মাওয়াসির আল-আত্তার জেলায় হামাসের ‘কোম্পানি কমান্ডার’ হামলার লক্ষ্য ছিল।

এএফপির খবরে জানা গেছে, জাতিসংঘ পরিচালিত অনেকগুলো স্কুলের মধ্যে অন্তত সাতটি স্কুল চালু ছিল। কিন্তু মাত্র ১০ দিনের মধ্যে এই স্কুলগুলো ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি নাগরিকরা আশ্রয় নিয়েছিল।

এর আগেও শনিবার হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ এবং তার একজন ডেপুটিকে লক্ষ্য করে আল-মাওয়াসিতে ভয়ংকর বোমা হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ৯০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

জানা গেছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর দক্ষিণ গাজার আল-মাওয়াসিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করার পর কয়েক হাজার মানুষ সেখানে আশ্রয় নিয়েছিল।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৩৮,৭১৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ