Views Bangladesh Logo

ধ্বংসস্তুপের নিচে মরদেহ উদ্ধার বাড়ছেই, গাজায় নিহতের সংখ্যা এখন ৬১৭০৯

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজায় ইসরায়েলের গণহত্যায় নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০৯ জনে পৌঁছেছে। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপত্যকাটির ধ্বংসস্তূপের নিচে থেকে মরদেহ উদ্ধার অব্যাহত রেখেছেন চিকিৎসকরা।

আরও কমপক্ষে ১৪ হাজার ২২২ জন গাজাবাসী এখনও নিখোঁজ। তাদের বেশিরভাগই ধ্বংসস্তূপের নিচে বা চিকিৎসকরা পৌঁছতে পারছেন না, এমন জায়গায় আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানায়, ফলে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা করা হচ্ছে।

হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির পরে প্রাথমিকভাবে ১৫ মাসের সংঘাতে প্রাথমিকভাবে ৪৭ হাজার ১৬৩ জন ফিলিস্তিনি হত্যার শিকার হওয়ার খবর পাওয়া যায়। এখন পর্যন্ত পাওয়া পরিসংখ্যানের ব্যবধান তাই ওই সংখ্যা থেকে অনেক বেশি।

গাজা সরকারের তথ্য অফিসের প্রধান সালামা মারুফ বুধবার (৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে জানান, গণহত্যায় নিহত ৭৬ শতাংশ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

‘২৫ বারেরও বেশি দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। এখনকার গুরুতর পরিস্থিতিতে গাজাবাসীর জন্য মৌলিক পরিষেবার অভাব রয়েছে’- বলেন মারুফ।

গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের প্রথম পর্ব চলার সময়ই নিহতের ক্রমবর্ধমান সংখ্যার ঘোষণা আসছে, যা উদ্ধারকারী দলগুলোকে পূর্বের দুর্গম এলাকাগুলোতে তাদের কাজ ফের শুরুর অনুমতি দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ