Views Bangladesh Logo

ঢাবিতে নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ

গাজায় ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে ‘ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’- এর সমর্থনে নানা কর্মসূচি পালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে।

সোমবার (৭ এপ্রিল) দিনভর বিক্ষোভ চলাকালে ইসরায়েলের রাষ্ট্রপতি বেনজামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বেলা ১১টা থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও মেডিকেল শিক্ষার্থীসহ জনতা ঢাবির টিএসসিতে জড়ো হয়ে বিক্ষোভ ও ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করতে সবাইকে এক হয়ে লড়াই করার আহ্বান জানানো হয়। এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, ইসরায়েল নো মোর’, ‘ফরম দ্য রিভার, টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, ফ্রি-ফ্রি প্যালেস্টাইন’সহ নানা স্লোগান দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ