Views Bangladesh Logo

গাজায় ইসরায়েলি হামলা: মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। যার ফলে দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। এমন পরিস্থিতিতে ‘অনধিকারপ্রবেশ‘র অভিযোগে ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের দুই বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ব্যাপারে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্টের হার্ভার্ড ইউনিভার্সিটি ও ব্রাউন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের হুঁমকিকে উপেক্ষা করে গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। এ ঘোষণা দেয়ার পর বুধবার (২৪ এপ্রিল) অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাস এবং লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থীদের গ্রেপ্তার করে পুলিশ।

প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাসের ক্যাম্পাসে শিক্ষার্থীদের সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল। আর এ বিক্ষোভ সমাবেশে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাঁবু গেড়ে অবস্থান কর্মসূচি শুরু করার পরিকল্পনা করছিল তারা।

তবে ইউনিভার্সিটি অব টেক্সাস বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ‘বিশৃঙ্খলা সহ্য করবে না এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে স্থানীয় ও রাজ্য পুলিশকে ডাকা হয়েছিল।

এ বিষয়ে টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি জানিয়েছে, গ্রেপ্তার করা শিক্ষার্থীদের মধ্যে কমপক্ষে ৩৪ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়ার ক্যাম্পাস ও এর আশেপাশ থেকে প্রায় ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, বিক্ষোভকারীরা কারাগারে রয়েছে।

তিনি আরও বলেন, যে কোনো শিক্ষার্থী ইহুদি-বিদ্বেষী বিক্ষোভে যোগ দিলে তাদের বহিষ্কার করা উচিত।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর মধ্যে দিয়ে সেদিন থেকে শুরু হয় ইসরায়েল-হামাস যুদ্ধ। 

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, এখন পর্যন্ত অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৪ হাজার ২৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ