গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ১৬
ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানায় এএফপি।
শনিবারের এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে জঘন্য হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, হামলায় ৫০ জন আহত হয়েছেন। এদের হাসপাতালে নেয়া হয়েছে।
তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, মধ্য গাজার নুসেইরাতের আল জাওনি স্কুলে হামলা চালানো হয়েছে। কারণ এই স্কুলটি সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা এবং সেখান থেকে আইডিএফ সৈন্যদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা হয়েছিল।
সামরিক বাহিনী আরও জানায়, জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থার (ইউএনআরডব্লিউএ) আল-জাউনি স্কুল ছাড়াও ওই এলাকায় অবস্থিত বেশ কয়েকটি সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।
সেই সঙ্গে জোর দিয়ে বলা হয়, ‘বেসামরিক নাগরিকদের ক্ষতির ঝুঁকি কমানোর জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছিল।’
এদিকে ইসরায়েলের চালানো হামলার সময়ে স্কুলটিতে আশ্রয় নেয়া সাত হাজার লোকের অবস্থান ছিল বলে হামাস সরকারের প্রেস অফিস জানিয়েছে।
প্রেস অফিস আরও জানায়, জাতিসংঘের ফিলিস্তিনী শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলটিতে চালানো হামলায় হতাহতদের অধিকাংশ নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি। হামলার পর ধ্বংসস্তূপের ভেতর থেকে বেঁচে থাকা লোকদের উদ্ধারে ছুটে আসেন কয়েক ডজন মানুষ।
উল্লেখ্য, গাজা উপত্যকাজুড়ে গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩৮ হাজার ৯৮ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে