জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গেজেট প্রকাশের তারিখ ১৫ জানুয়ারি (বুধবার) উল্লেখ থাকলেও এটি প্রকাশ্যে আসে ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার)। মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এ গেজেটে শহীদদের মেডিকেল কেস আইডি, নাম, বাবার নাম, বর্তমান এবং স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকারি গেজেট অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন ৮৩৪ জন। প্রত্যেক শহীদের নামের পাশে মেডিকেল কেস আইডি উল্লেখ করা হয়েছে।
এছাড়া শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় শিগগিরই ‘জুলাই গণঅভ্যুত্থানের অধিদপ্তর’ গঠন করতে যাচ্ছে। গেজেট অনুযায়ী, এই অভ্যুত্থানে প্রায় ১৫ হাজার ছাত্র-জনতা আহত হন। নতুন এই অধিদপ্তর মূলত শহীদ ও আহতদের স্মৃতি রক্ষা এবং তাদের ক্ষতিপূরণ প্রদানে কাজ করবে।
আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই, গত ১৫ আগস্ট নিহত এবং আহতদের তালিকা তৈরিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি গঠন করা হয়। পরবর্তীতে, ২১ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করে। যাচাই-বাছাই শেষে এবার শহীদদের চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করা হলো।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে