গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো ৪ জনের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধদের মধ্যে আরো চার জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন জহিরুল ইসলাম (৪০), মোহাম্মদ মোতালেব (৪৫), শিশু সোলায়মান (৬) ও মোহাম্মদ রাব্বি (১৩)।
সোমবার (১৮ মার্চ) পর্যন্ত ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হল।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টায় জহিরুল ইসলাম, রাত আড়াইটায় মোতালেব, সোমবার সকাল সাড়ে ৬টায় শিশু সোলায়মান ও পৌনে ৭টায় রাব্বি মারা যান। তারা সবাই ওই দুর্ঘটনা কবলিত এলাকায় ভাড়া থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, জহিরুল ইসলাম ৬৫ শতাংশ, মোতালেব ৯৫ শতাংশ, শিশু সোলায়মান ৮০ শতাংশ, রাব্বি ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে আগুনে ৩৬ জন দগ্ধ হন। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে