গাজীপুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও তিনজনের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ।
শনিবার রাতে ও রবিবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় এখন পর্যন্ত মারা গেলেন পাঁচজন।
গতকাল রাতে মারা যাওয়া শিশুটির নাম তায়েবা। সে ময়মনসিংহের ফুলবাড়িয়ার সদর এলাকার সজল মিয়ার মেয়ে। আজ সকালে যে দুজন মারা যান, তারা হলেন-সিরাজগঞ্জের শাহজাদপুরের বেড়াখোলা গ্রামের সাবেত খাঁয়ের ছেলে মইদুল ইসলাম (২৫) ও রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আবদুর রাজ্জাক বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম (৪৫)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু তায়েবার শরীরের ৮০ ভাগ আগুনে পুড়ে গিয়েছিল। বাকী দুজনের মধ্যে আগুনে মইদুলের শরীরের ৯৫ ভাগ এবং আরিফুলের ৭০ ভাগ পুড়ে গিয়েছিল।
এ ব্যাপারে ইউএনও কাউছার আহাম্মেদ সংবাদমাধ্যমকে বলেন, মৃত শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে। গ্রামের বাড়িতে লাশ নেওয়া ও দাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হয়েছে। মৃত দুই শ্রমিকের পরিবারকেও একইভাবে সহায়তা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত বুধবার গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৬ জন দগ্ধ হন। এদের মধ্যে ৩২ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে