Views Bangladesh

Views Bangladesh Logo

গাজীপুরে সিলিন্ডারের আগুনে মৃত্যু বেড়ে ১৪

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ২০ মার্চ ২০২৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মঙ্গলবার (১৯ মার্চ) অগ্নিদগ্ধ আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

মৃতরা হলেন- কুষ্টিয়ার কার হেলপার ইয়াসিন আরাফাত (২১), পোশাক শ্রমিক মশিউর রহমান (২২) ও কমলা খাতুন (৬৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হোসেন ইমাম জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইয়াসিন ও রাত ৯টা ৫ মিনিটে মারা যান মশিউর।

তিনি জানান, ইয়াসিনের শরীরের ৮৫ শতাংশ, মশিউরের ৬০ শতাংশ এবং কমলা খাতুন শরীরের ৮০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। আরও ১৪ জন বর্তমানে চিকিৎসাধীন।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। বাড়ির লোকজন সেটি রাস্তায় ফেলে দিলে বিস্ফোরণ ঘটে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ