Views Bangladesh

Views Bangladesh Logo

কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণ: একে একে মারা গেলন ১৬ জন

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

রবিবার, ২৪ মার্চ ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জনে।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মৃত লালনের (২৪) গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানা বেতুয়া গ্রামে। তার বাবার নাম ময়নাল হক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১৭-নম্বর বেডে মৃত্যু হয় লালনের। তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে ১৬ জনের মৃত্যু হলো।

তিনি আরও জানান, এ ঘটনায় শুক্রবার থেকে সোলাইমান মোল্লা, মনসুর আলী, শিশু তায়েবা, আরিফুল ইসলাম, মহিদুল, নার্গিস খাতুন, জহিরুল ইসলাম, মোতালেব, মো. সোলায়মান, রাব্বি, তাওহীদ ইয়াসিন আরাফাত, মশিউর, কমেলা, নাদিম ও লালন নামে এ পর্যন্ত শিশুসহ ১৬ জন মারা গেছে।

এর আগে শনিবার রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নাদিম (২২) নামে একজন মারা যান।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, তেলিরচালা এলাকার শফিক খান তার বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে আনেন। পরে সিলিন্ডারটি চুলার সঙ্গে লাগানোর সময় গ্যাস বের হতে থাকে। এক পর্যায়ে তিনি এটি রাস্তায় ফেলে দেন।

এসময় সেখানে একটি মাটির চুলার আগুন থেকে সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। পরে রাস্তায় থাকা প্রায় ৩০-৩৫ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ