Views Bangladesh

Views Bangladesh Logo

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ: উদ্ধার কাজে ২ প্লাটুন বিজিবি

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ৩ মে ২০২৪

গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং উদ্ধার সহায়তায় বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) থেকে উপ-অধিনায়কের নেতৃত্বে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের ছোট দেওড়া কাজীবাড়ী এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় ওই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। দুই ঘণ্টা পর অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় ট্রেনের চালকসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ